AMIE শিক্ষার্থীদের ফেল করার কারণ ও পাশ করার উপায়।
AMIE তে ভর্তি হয়ো না, AMIE পাশ করা সম্ভব নয়, যতই ভালো পরীক্ষা দাও না কেন পাস করতে পারবে না, বা স্যারেরা পাস করায় না, AMIE তে ভর্তি হলে জীবন নষ্ট হয়ে যাবে এই কথাগুলো শুনে নাই এমন AMIE শিক্ষার্থী খুঁজে পাওয়া দুষ্কর !
AMIE শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ লিংক Click Here
এমনকি এই কথাগুলো শুনেই অনেক শিক্ষার্থী AMIE তে ভর্তি হয় না, কিন্তু এই কথাগুলো কি আসলেই সত্য কিনা, বা যে আপনাকে তথ্যটি দিচ্ছে সে সঠিক বলছে কিনা তা কি কখনো ভেবে দেখেছেন বা যাচাই করেছেন ? সবাই এটাই ভেবে নেয় যে বেশিরভাগ লোকেই যেহেতু বলছে, তো সত্য হবে,আজ আমরা জানবো আসলে কথাগুলো কতটা সত্য। আসলেই কি AMIE পাস করা যায় না? AMIE পাস না করার কারণ ও পাস করার উপায়ই বা কি? সবার মুখে মুখে AMIE সম্পর্কে এই নেগেটিভ কথা গুলোই বা প্রচলিত কেন ??? এর পেছনের কারণেই বা কি?
আসলে কথাগুলো একেবারেই সঠিক নয়, AMIEপাস করা খুব কঠিন কিছু নয়।
এটা শুনে অনেকেই বলবেন, আপনি আবার কে ভাই ? সবাই বলে এক কথা, আপনি বলছেন উল্টো!!
অনেকে আবার পুরোটা না পড়ে দু-একটা গালিও দিতে পারেন, যারা AMIE তে দুই একবার ফেল করে AMIE ছেড়েছেন তারাতো দিবেন নিশ্চয় !!
তবে এবার AMIE তে ফেল করার কারণ গুলো বলছি শুনুন, AMIE তে প্রতি সেমিস্টারে হাজার কিংবা তারও বেশি ছাত্র ভর্তি হয়, ভর্তি হয় গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ও আশা নিয়ে। ভর্তি হয়ে দেখে কোন ক্লাসের ব্যবস্থা নেই!! নেই নিয়মিত ক্লাস নেই, স্যারের বকুনি কিংবা পড়তে বলার কেউ ! এর ওপর প্রথম পরীক্ষা হবে ভর্তির এক বছর পর !! একথা শুনে পড়ার গতিটা কি হয় বুঝতেই পারছেন। আমাদের মধ্যে এমন ছাত্র আছে কি? - যাকে কেউ না বললে বা পরীক্ষার চাপ না থাকলে পড়তে বসি।
এরমধ্যে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, পরিবারের সবাইকে জানানো হয়ে যায় যে আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ি, ঢাকায় থাকি, বাবার কাছ থেকে ল্যাপটপ কেনার টাকাও নেয়া হয় হয়তো, কারণ আমি যে এখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ি, ল্যাপটপ লাগবে না?!! কিন্তু প্রথম ছয় মাস কেটে যায় ঘোরাঘুরি ও আড্ডাবাজি দিয়েই, আবার অনেকেই পাশাপাশি চাকুরী করে, এমনভাবে আটকে পড়ে চাকরি নিয়ে যে, সে যে ছাত্র ভুলেই যায় !!
তারপর যখন ফরম ফিলাপের সময় এগিয়ে আসে, তখন ফর্ম ফিলাপ করে বই কিনতে যায়, বই কিনে এনে যখন দেখে কিছুই বুঝছে না, তখন ভাবে আচ্ছা এইবার তো ভালো প্রস্তুতি হয় নাই এইবার পরীক্ষাটা দিয়ে হল চিনে আসি, দেখে আসি পরীক্ষা কেমন হয় কোথায় হয়।
ফলাফল যা হবার তাই হয়, সব সাবজেক্টে ফেল করে !!
এখন আপনারাই বলুন, কেউ কি ফেল করে বলবে যে আমি পড়িনি বা প্রস্তুতি ভালো নেই নি তাই ফেল করেছি। অবশ্যই নয়, তখন সে পরিবার বন্ধু সহ সবার কাছে একই কথা বলে AMIE পাশ করা সম্ভব নয়, যত ভালই পরীক্ষা হোক পাস করায় না ইত্যাদি ইত্যাদি। যেখানেই যায়, নিজের অকৃতকার্যতা ঢাকতে এই কথাই বলতে থাকে। জুনিয়াররা তাদের কাছে এ কথা শুনে ভর্তি হতে ভয় পায়, আর এ কথা ছড়াতে থাকে মুখে মুখে, পলিটেকনিক থেকে পলিটেকনিকে, সিনিয়র থেকে জুনিয়র এর কাছে।
এখন হয়তো বা একদল বলবেন না আমি তো শুরু থেকেই বই কিনেছি, কোচিং করেছি, তবে কেন আমি ফেল করেছি?
আচ্ছা আপনি বলুন তো আপনি বই কিনেছেন, কোচিং করেছেন, কোচিং এ যেদিন যা পড়িয়েছে তাকি, সেদিন এসেই পরেছেন না রেখে দিয়েছেন পরের দিনের জন্য।
কিছু ছাত্র কোচিং করেও ফেল করে। এর কারণ তারা প্রতিদিনের পড়া প্রতিদিন করে না, এমনকি এ সপ্তাহের পড়া পরের সপ্তাহেও করে না পড়া জমে জমে হয় পাহাড় সমান। তারপর যেদিন পড়তে বসে মনে করতে পারে না, স্যার যেন কি বুঝিয়েছিলেন। যারা নিয়মিত পড়ে, অল্প পড়ে কিন্তু নিয়মিত তারা অবশ্যই পাস করে।
অনেক কথা বললাম এবার বলি পাশ করার উপায়গুলো:
1. নিয়মিত বুঝে পড়া।
2. কোন একটি কোচিং কিংবা সিনিয়র কারো কাছে গাইডলাইন নেওয়া।
3. স্যারেরা যে দিন যেটা বুঝাবেন, তা সেদিন বাসায় ফিরে অন্তত একবার পড়া।
4. বিগত 10 সালের প্রশ্ন সমাধান করা।
5. পাশ করার আত্মবিশ্বাস রাখা।
উপরের পাঁচটি উপায় অনুসরণ করলে আপনি AMIE পাস করবেন ইনশাআল্লাহ।
AMIE শিক্ষার্থীদের ফেল করার কারণ ও পাশ করার উপায় !!!
Reviewed by BD Study Room
on
November 24, 2019
Rating:
Can be admitted at msc after amie
ReplyDeleteYes, I will Write another post on it Very soon
DeleteNije nije pore ki pass kora jai?
ReplyDeleteVery tough.
Deletehow can i find previous question paper?
ReplyDeleteAMIE সম্পর্কে সব কিছু জানতে পেরে সত্যি খুব ভালো লাগলো।ভালোবাসা অবিরাম AMIE.
ReplyDeleteAMIE থেকে পাশ করলে আন্তর্জাতিক পর্যায়ের গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হওয়া যায়। নিজের নামের আগে ইঞ্জিনিয়ার লেখা যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে নিজের নামের আগে ইঞ্জিনিয়ার লেখা যায় না, তাহলে সে আন্তর্জাতিক পর্যায়ের কোনো ইঞ্জিনিয়ার হতে পারে না। যেহেতু IEB মেম্বারশিপ নাই। AMIE তে IEB মেম্বারশিপ আছে।
ReplyDeleteThanks yoy
ReplyDeleteThanks You
ReplyDelete