AMIE এর EEE ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কোর্সের নামের তালিকা || AMIE BD || List of (Subjects) course names of AMIE Bangladesh Department of EEE
AMIE এর EEE ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কোর্সের নামের তালিকাAMIE, AMIE BD, IEB, Azam's AMIE Classroom
AMIE এর EEE ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কোর্সের নামের তালিকা || AMIE BD || List of (Subjects) course names of AMIE Bangladesh Department of EEE
AMIE কোর্সটি কমপ্লিট করতে ২২ সাবজেক্টে পরীক্ষায় পাস করতে হয়। এই কথা AMIE শিক্ষার্থীরা জানলেও অনেক ক্ষেত্রেই AMIE এর শিক্ষার্থীরা সাবজেক্ট গুলোর নাম জানতে চান, তারা অনেকেই জানতে চান যে আমার ডিপার্টমেন্ট এর সাবজেক্ট গুলির নাম একসঙ্গে আমি কই পাবো,যারা নতুন ভর্তি হতে চান তারা সাবজেক্ট গুলির নাম জানতে চান, যদিও সিলেবাসে সাবজেক্ট গুলির নাম দেওয়া আছে, তারপরও শিক্ষার্থীরা সুবিদার্থে এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী সাবজেক্ট গুলোর নামের তালিকা দেওয়া হল, যাতে করে AMIE শিক্ষার্থীরা তাদের সাবজেক্ট গুলোর নাম জানতে পারেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করার আগে সাবজেক্ট নির্বাচনের সময় সহায়ক হয়,
Name of Subjects of AMIE Course
Electrical & Electronics Engineering
Section-A
1. Mathematics-I
2. Mathematics-II
3. Physics
4. English and Economics
5. Basic Fluid Mechanics
6. Thermal Engineering
7. Elementary Electrical Engineering
8. Elementary Electronics
9. Properties & Mechanics of Materials
10. Engineering Drawing (ME/EEE/CHE)
11. Chemistry
11 Subjects + 40 hours of computer training at IEB
অনেকেই জানতে চান যে আমিতো ভর্তির সময় সাবজেক্ট নির্বাচন করিনি, তাহলে আমি কোন চারটি সাবজেক্ট এর পরীক্ষায় অংশগ্রহণ করব তাদের জন্য বলছি- আপনি AMIE Part -A এর যে কোন চারটি সাবজেক্টের প্রস্তুতি নিয়ে রাখুন তারপর যখন AMIE এর ফরম ফিলাপের ডেট দিবে, তখন আপনি ওই চারটি সাবজেক্ট এর ফরম ফিলাপ করে AMIE এর পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সুতরাং AMIE এর পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য AMIE এর ভর্তির সময় আপনাকে সাবজেক্ট নির্বাচন করতে হবে না, এ বিষয়ে পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ আর্টিকেল লিখে জানানোর চেষ্টা করব।
এছাড়াও সাবজেক্ট নির্বাচন অর্থাৎ কোন চারটি সাবজেক্ট কোন সেমিস্টারে নিলে ভালো হয়, বা AMIE এর প্রস্তুতি নিতে সুবিধা হবে, এবং AMIE এর সাবজেক্ট নির্বাচন সম্পর্কে যেকোনো পরামর্শ বা তথ্যের জন্য যোগাযোগ করুন "সমাকলন একাডেমি (০১৭৬৮৪০৫৫৪৪)"। এছাড়াও সমাকলন একাডেমিতে অনলাইনে কোর্স কমপ্লিট করানো হয় আপনি ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে জুম অ্যাপ এ লাইভ ক্লাস করে আপনার AMIE কোর্স সম্পন্ন করতে পারবেন, এটি চাকরিজীবী AMIE শিক্ষার্থীদের জন্য এবং দেশের বিভিন্ন স্থানে থাকা AMIE এর শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ ও সুবিধা, কারণ ঢাকায় যাদের আসা সম্ভব নয় তারা ঘরে বসেই AMIE কোর্স কমপ্লিট করতে পারবেন, চাকরির পাশাপাশি অনলাইনে অনলাইন কোর্স করে আপনার AMIE কোর্সটি সম্পন্ন করতে পারবেন এবং ক্লাস সমূহ সাধারণত রাতে হয়ে থাকে, তাই আপনি আপনার ডিউটি শেষ করে রাতে স্মার্টফোনের মাধ্যমে আপনার AMIE কোর্সের প্রস্তুতি নিতে পারবেন এ বিষয়ে বিস্তারিত জানতে কল করুন =০১৭৬৮৪০৫৫৪৪
Section -B
Compulsory Subjects
1. Industrial Administration & Management
2. Network Analysis
3. Measurement & Instrumentation
4. Energy Conversion & Electrical Machines
5. Computer Fundamentals
6. Electric Transmission & Distribution Systems
7. Electronic Circuit Analysis
Optional (04 out of the following)
1. Electromagnetic Theory
2. Power Station
3. Control Systems
4. Communication Systems
5. Power & Industrial Electronics
6. Power Systems Protection
7. Biomedical Instrumentation
8. Power System Analysis
9. Digital Electronics
10. Microprocessor & Micro-controller
11 subjects + 3 Months of Industrial attachment.
No comments: