AMIE এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কোর্সের নামের তালিকা || AMIE BD || List of (Subjects) course names of AMIE Bangladesh Department of Civil Engineering


AMIE এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কোর্সের নামের তালিকা


AMIE , Amie, amie bd, BD AMIE, IEB, About AMIE, AMIE Civil Engineering, Azam's AMIE ClassRoom, Engr. Azam

AMIE এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কোর্সের নামের তালিকা || AMIE BD || List of (Subjects) course names of AMIE Bangladesh Department of Civil Engineering, 


AMIE কোর্সটি কমপ্লিট করতে ২২ সাবজেক্টে পরীক্ষায় পাস করতে হয়।  এই কথা AMIE শিক্ষার্থীরা জানলেও অনেক ক্ষেত্রেই AMIE এর শিক্ষার্থীরা সাবজেক্ট গুলোর নাম জানতে চান, তারা অনেকেই জানতে চান যে আমার ডিপার্টমেন্ট এর সাবজেক্ট গুলির নাম একসঙ্গে আমি কই পাবো,যারা নতুন ভর্তি হতে চান তারা সাবজেক্ট গুলির নাম জানতে চান,  যদিও সিলেবাসে সাবজেক্ট গুলির নাম দেওয়া আছে, তারপরও AMIE শিক্ষার্থীদের সুবিদার্থে  এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী সাবজেক্ট গুলোর নামের তালিকা দেওয়া হল, যাতে করে AMIE শিক্ষার্থীরা তাদের সাবজেক্ট গুলোর নাম জানতে পারেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করার আগে সাবজেক্ট নির্বাচনের সময় সহায়ক হয়, 

Name of Subjects of AMIE Course

Civil Engineering

Section -A

1. Mathematics-I

2. Mathematics-II

3. Physics

4. English and Economics

5. Engineering Mechanics

6. Basic Fluid Mechanics

7. Surveying

8. Engineering Materials

9. Strength of Materials

10. Engineering Drawing (CE)

11. Chemistry

11 Subjects+40 hours of computer training at IEB

 

অনেকেই জানতে চান যে আমিতো ভর্তির সময় সাবজেক্ট নির্বাচন করিনি, তাহলে আমি কোন চারটি সাবজেক্ট এর পরীক্ষায় অংশগ্রহণ করব তাদের জন্য বলছি- আপনি Part -A  এর যে কোন চারটি সাবজেক্টের প্রস্তুতি নিয়ে রাখুন তারপর যখন AMIE এর ফরম ফিলাপের ডেট দিবে, তখন আপনি ওই চারটি সাবজেক্ট এর ফরম ফিলাপ করে AMIE এর পরীক্ষায় অংশগ্রহণ করবেন,  সুতরাং AMIE এর পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য AMIE এর ভর্তির সময় আপনাকে সাবজেক্ট নির্বাচন করতে হবে না, বিষয়ে পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ আর্টিকেল লিখে জানানোর চেষ্টা করব।

এছাড়াও সাবজেক্ট নির্বাচন অর্থাৎ কোন চারটি সাবজেক্ট কোন সেমিস্টারে নিলে ভালো হয়, বা প্রস্তুতি নিতে সুবিধা হবে, এবং সাবজেক্ট নির্বাচন সম্পর্কে যেকোনো পরামর্শ বা তথ্যের জন্য যোগাযোগ করুন "সমাকলন একাডেমি (01768-405544)" এছাড়াও এই একাডেমিতে অনলাইনে কোর্স কমপ্লিট করানো হয় আপনি ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে জুম অ্যাপ লাইভ ক্লাস করে আপনার কোর্স সম্পন্ন করতে পারবেন, এটি চাকরিজীবী AMIE শিক্ষার্থীদের জন্য এবং দেশের বিভিন্ন স্থানে থাকা AMIE এর শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ সুবিধা, কারণ ঢাকায়  যাদের আসা সম্ভব নয়  তারা ঘরে বসেই কোর্স কমপ্লিট করতে পারবেন, চাকরির পাশাপাশি অনলাইনে অনলাইন কোর্স করে আপনার AMIE কোর্সটি সম্পন্ন করতে পারবেন এবং ক্লাস সমূহ সাধারণত রাতে হয়ে থাকে, তাই আপনি আপনার ডিউটি শেষ করে রাতে স্মার্টফোনের মাধ্যমে আপনার AMIE কোর্সের প্রস্তুতি নিতে পারবেন বিষয়ে বিস্তারিত জানতে কল করুন =০১৭৬৮৪০৫৫৪৪

 

Section -B

Compulsory Subjects

1. Structural analysis

2. Reinforced Concrete Structures

3. Structural Design (4 Hours Examination)

4. Geotechnical and Foundation Engineering

5. Computer Fundamental

6. Hydrology, Irrigation and Flood Management

7. Transportation and Highway Engineering

8. Water supply and Sanitation Engineering

9. Project Planning and Construction Management

 

Optional (02 out of the following)

1. Design of Steel Structures

2. Railway & Airport Engineering

3. Soil Dynamics & Earth Retaining Structures

4. Open Channel Hydraulics & River Training

5. Solid & Hazardous Waste Management

6. Professional Practices & Communication

7. Socio- Economic Aspects of Development Projects

8. Engineering Geology & Geomorphology

11 subjects+ 3 Months of Industrial Attachment

 

 

 

 

AMIE এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কোর্সের নামের তালিকা || AMIE BD || List of (Subjects) course names of AMIE Bangladesh Department of Civil Engineering AMIE এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কোর্সের নামের তালিকা || AMIE BD || List of (Subjects) course names of AMIE Bangladesh Department of Civil Engineering Reviewed by BD Study Room on February 28, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.