AMIE তে ভালো ফলাফল করে দ্রুত পাশের উপায়!!! AMIE BD, IEB, AMIE, AMIE Engineering Study, AMIE Bangladeh

 

AMIE তে ভালো ফলাফল করে দ্রুত পাশের উপায়!!!

AMIE BD, IEB, AMIE, AMIE Engineering Study, AMIE Bangladeh

নিয়মিত AMIE এর ভিডিও টিউটোরিয়াল পেতে এই লিংকে ক্লিক করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটানে ক্লিক করে রাখুন Click Here

AMIE BD, IEB, AMIE, AMIE Engineering Study, AMIE Bangladeh


একজন শিক্ষার্থী, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হওয়ার অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হন AMIE তে। স্বপ্ন দেখেন AMIE দ্রুত শেষ করবেন, একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হবেন, IEB কোড পাবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রেই সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যায়...........!!!!!! কিন্তু কেন????


 এই "কেন???" এর উত্তর খুঁজতে চেষ্টা করেছি আমার এই AMIE এর শিক্ষার্থীদের পড়ানোর সাত বছরের অভিজ্ঞতা থেকে.......... এবং তার সমাধান খোঁজার চেষ্টা করেছি।

আশা করি, আপনারা সম্পূর্ণ লেখাটি মনোযোগের সাথে পড়বেন এবং তা দ্রুততম সময়ে AMIE সম্পন্ন করতে আপনাদের দিকনির্দেশনা প্রদান করবে ও সহায়ক হবে..


1. শুরু থেকেই পড়াশোনা না করা: এক জন শিক্ষার্থী AMIE তে ভর্তি হয়েই জানতে পারেন, তার প্রথম পরীক্ষা হবে এক বছর পর, যদিও তার পর প্রতি ৬ মাস পরপর পরীক্ষায় বসতে হবে তাকে। তাই অধিকাংশ শিক্ষার্থী ভেবে বসে ছয় মাস পর থেকেই পড়া শুরু করব, কিন্তু এটাই হয় তাদের সবচেয়ে বড় ভুল !!! দেখা যায় ছয় মাসের জায়গায় 9 থেকে 10 মাস কেটে যায় কিন্তু,কিছুই পড়া হয়না, এমনকি বই ও কেনা হয় না...... এই দীর্ঘ সময় পড়াশোনা থেকে দূরে থাকায় দীর্ঘ বিরতিতে পড়াশোনার অভ্যাস হারিয়ে ফেলে। এরপর আর বাকি ২-৩ মাসে কোর্স সম্পন্ন করা সম্ভব হয় না। এভাবে না পড়ে স্বল্প প্রস্তুতিতে AMIE এর প্রথম পরীক্ষায় দেখা যায় সবগুলো বিষয়ই ফেল করে বসে, এভাবে আত্মবিশ্বাস হারিয়ে AMIE ছাড়তে হয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে পড়াশোনাও ছাড়তে হয়।


তাই AMIE শিক্ষার্থীদের উচিত ভর্তি হয়েই, সময় নষ্ট না করে, কোন একটি কোচিং এর বা সিনিয়র এর পরামর্শ নিয়ে পড়াশোনা শুরু করা, সে ক্ষেত্রে AMIE কোচিং সমাকলন একাডেমি (01768-405544) এর সহায়তা আপনারা নিতে পারেন, সমাকলন একাডেমির অফলাইন কোচিং করতে পারেন, কিংবা অনলাইন কোচিং এ ঘরে বসেই করতে পারেন AMIE এর কোর্স সম্পন্ন এবং মানসম্মত গাইড বই সরাসরি কিংবা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারেন।


সমাকলন একাডেমিতে জুম অ্যাপ এর মাধ্যমে AMIE এর অনলাইন নতুন ব্যাচের ভর্তি চলছে, ভর্তি হতে যোগাযোগ করুন= 01768-405544



কেননা ভেবে দেখুন তো আপনি যদি ডুয়েটে ভর্তি হতেন; কিংবা এমনকি কোনো একটি প্রাইভেট ইউনিভার্সিটিতেও ভর্তি হতেন, তবে কি এক বছর বসে কাটাতেন??? নাকি প্রথম থেকেই পড়তে শুরু করতেন???

তাই AMIE তে ভর্তি হয়ে থাকলে প্রথম থেকেই পড়তে শুরু করুন।

কেননা না পড়ে বসে থাকাটা সেই কচ্ছপ খরগোশের গল্পের খরগোশের ঘুমের মত হবে, ঘুম ভেঙে দেখবেন আর সময় নেই, কিন্তু যে প্রথম থেকেই পড়তে আরম্ভ করবে সে কচ্ছপের মত জয়ী হবেন।


নিয়মিত AMIE এর ভিডিও টিউটোরিয়াল পেতে এই লিংকে ক্লিক করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটানে ক্লিক করে রাখুন Click Here

2. গুরুত্ব না দেয়া: অনেক ক্ষেত্রেই AMIE শিক্ষার্থীরা জীবনের অন্য যেকোনো কাজের থেকে AMIE কে কম গুরুত্ব দিয়ে থাকেন।

এমনকি চাচার-শালার-মামার-ছেলের বিয়েতে যেতে হবে এই জন্য ফরম ফিলাপ করেও পরীক্ষা দেয় না। কিন্তু ভেবে দেখুন তো যদি আপনি ডুয়েটে এর শিক্ষার্থী হতেন তাহলে কি এমনটি করতেন?!!! ফাইনাল পরীক্ষার জন্য হয়তোবা আপনার নিজের বিয়েটাও ৬ মাস পিছিয়ে দিতেন!!!

তাই আপনার পড়াশোনাকে গুরুত্ব দিন, AMIE কে গুরুত্ব দিন, শুধু পাস নয়, ভাল রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ।

সমাকলন একাডেমিতে জুম অ্যাপ এর মাধ্যমে AMIE এর অনলাইন নতুন ব্যাচের ভর্তি চলছে, ভর্তি হতে যোগাযোগ করুন= 01768-405544

Azam's AMIE ClassRoom


অনেকে চাকরি নিয়ে এত ব্যস্ত হয়ে পরেন, যে ফর্ম ফিলাপ করেও অনেকে পরীক্ষায় বসেন না। হ্যা, জীবনে আপনার চাকরির প্রয়োজন আছে, কিন্তু আমার মনে হয়, এমন কোন প্রতিষ্ঠান নেই,যে প্রতিষ্ঠান আপনাকে ছয় মাস পর AMIE এর পরীক্ষা দেওয়ার জন্য চারটি দিন ছুটি দিবে না।

আর বাকি রইল, কোচিং করার কথা এখনতো সেটা আপনি আপনার ঘরে বসেই অনলাইনে জুম অ্যাপ এর মাধ্যমে লাইভ ক্লাস করে সম্পন্ন করতে পারবেন, আর ক্লাসগুলো হয় রাতে, তাই আপনার চাকরির সময়ের সাথে ক্লাস করায় কোন সমস্যা হওয়ার কথা নয়। এরপরও অনলাইন ক্লাসের যারা ভর্তি হবেন তাদেরকে ক্লাস গুলির রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। তাই কোন ক্লাস কোন কারণে মিস হলে সেটি আপনি দেখতে পারবেন, এবং একই ক্লাস বারবার দেখতে পারবেন, তাই কোচিং করাটাও চাকরির পাশাপাশি এখন কোন সমস্যা নয়।

সমাকলন একাডেমিতে জুম অ্যাপ এর মাধ্যমে AMIE এর অনলাইন নতুন ব্যাচের ভর্তি চলছে, ভর্তি হতে যোগাযোগ করুন= 01768-405544

Azam's AMIE ClassRoom

 

কনফিডেন্ট এর অভাব: AMIE সম্পর্কে প্রচুর নেগেটিভ কথা শুনে শুনে শিক্ষার্থীদের কনফিডেন্সের অভাব দেখা দেয়, আর জীবনের কোন কাজেই কনফিডেন্ট ছাড়া ভালো করা সম্ভব নায়। তাই যথা সম্ভব নেগেটিভ কথা এড়িয়ে চলতে হবে এবং কনফিডেন্ট থাকতে হবে, কিন্তু ওভার কনফিডেন্ট নয়!

সমাকলন একাডেমিতে জুম অ্যাপ এর মাধ্যমে AMIE এর অনলাইন নতুন ব্যাচের ভর্তি চলছে, ভর্তি হতে যোগাযোগ করুন= 01768-405544


অগোছালো এলোমেলো ছোটাছুটি: কোন একাডেমিক ক্লাস না থাকায় বেশির ভাগ শিক্ষার্থী একা একা এলোমেলো পড়াশোনা করে, না বুঝে মুখস্থ পড়ার চেষ্টা করে, না বুঝে মুখস্থ করে মানবিক বিভাগেও পাস করা কঠিন, এটাতো ইঞ্জিনিয়ারিং তাই ভালোভাবে বুঝে পড়তে হবে।


আর সেক্ষেত্রে সমাকলন একাডেমীর অনলাইন কোচিং হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো উপায় কারণ, সমাকলনের প্রতিটি ক্লাস অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত যারা AMIE থেকে পাসকৃত, এবং দীর্ঘদিন AMIE শিক্ষার্থীদের পাঠদান করছেন, যেখানে আপনাকে প্রতিটি বিষয় বুঝিয়ে পড়ানো হবে, এবং আপনি না বুঝলে লাইভ ক্লাসের সেটি প্রশ্ন করতে পারবেন। অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই কল করুন =০১৭৬৮-৪০৫৫৪৪


অনেকেই ভাবে কোচিং করতে অনেক টাকা খরচ হয়ে যাবে, তাই কোচিং না করে নিজে নিজে পড়ে পরীক্ষা দিব, নিজে নিজে পড়ে অনেকগুলো সাবজেক্টে পাশ করা সম্ভব, এমনকি ভালো রেজাল্ট করাও সম্ভব, কিন্তু এমন 10 থেকে ১২ টি সাবজেক্ট আছে যেগুলি আপনার কোচিং করতেই হয়, একা একা পড়ে পাস করা প্রায় অসম্ভব, কিন্তু কোচিং করতে অনেক টাকা খরচ হবে এই কথাটা ভুল, আপনার IEB তে নিয়মিত পরীক্ষা দিলে 50 হাজার টাকার মতো খরচ হবে, তার সাথে 10 থেকে 12 টি সাবজেক্ট কোচিং করতে 25-30 হাজার টাকা খরচ হতে পারে সর্বমোট 75 থেকে 80 হাজার টাকা খরচ হবে, কোচিং করা সহ, এখন আপনি বলুন তো, এই টাকায় আইইবি মেম্বারশিপ সহ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আপনি অন্য কোথাও পাবেন?

তাই সময় নষ্ট না করে দ্রুত পড়ালেখা শুরু করুন AMIE সম্পন্ন করে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন পূরণের পথে এগিয়ে জান।

Azam's AMIE ClassRoom


সমাকলন একাডেমিতে জুম অ্যাপ এর মাধ্যমে AMIE এর অনলাইন নতুন ব্যাচের ভর্তি চলছে, ভর্তি হতে যোগাযোগ করুন= 01768-405544


AMIE তে ভালো ফলাফল করে দ্রুত পাশের উপায়!!! AMIE BD, IEB, AMIE, AMIE Engineering Study, AMIE Bangladeh AMIE তে ভালো ফলাফল করে দ্রুত পাশের উপায়!!! AMIE BD, IEB, AMIE, AMIE Engineering Study, AMIE Bangladeh Reviewed by BD Study Room on March 11, 2021 Rating: 5

5 comments:

Powered by Blogger.