AMIE কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য:
ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন বাংলাদেশ (IEB) কর্তৃক ১৯৫২ সাল থেকে পরিচালিত হয়ে আসছে AMIE (Associate Member of Institution of Engineers) কোর্স ৷ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন বাংলাদেশ হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারদের একটি সংগঠন ৷ কমনওয়েলথভুক্ত প্রায় সব দেশেই এ প্রতিষ্ঠান রয়েছে ৷ রাজধানী ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন বাংলদেশ এর সদর দপ্তর । AMIE কোর্সটি বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় হতে প্রদত্ত ডিগ্রির সম-মানের একটি কোর্স এবং এই কোর্সটি B.Sc. Engineering ডিগ্রির সমমানের ৷ এই কোর্সে মোট চারটি বিভাগ রয়েছে - ১) সিভিল, ২) ইলেকট্রিক্যাল ৩) মেকানিক্যাল এবং ৪) কেমিক্যাল ৷ প্রতিটি বিভাগেই রয়েছে মোট ২২টি বিষয় । এই ২২ টি বিষয় আবার ‘এ’ এবং ‘বি’ এই দুটি সেকশনে ভাগ হযেছে ৷ অর্থাৎ সেকশন ‘এ’ তে রযেছে ১১টি বিষয় এবং সেকশন ‘বি’ তে ১১টি বিষয় ৷ প্রতিটি বিষয়ের পাস মার্ক ৪০ ৷ সেকশন ‘এ’ এর ১১টি বিষয় পাস করার পর সেকশন ‘বি’ তে অধ্যয়ন করা যাবে ৷ বছরে দুটি সেমিস্টার (মার্চ ও সেপটেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ পরীক্ষার দেড় মাস পূর্বে ফর্ম ফিলাপ করতে হয় ৷ ফর্ম ফিলাপে - প্রতিটি বিষয়ের জন্য ৮০০ টাকা আইডি কার্ড ১০০ টাকা (শুধু প্রথম বার), মার্কশিট ২০০ টাকা, সেশন ফি ৬০০ টাকা (বছরে একবার) পরিশোধ করতে হয় , এক সেমিস্টারে সরবোচ্চ ৪টি বিষষয় পবীক্ষা দেয়া যায়।
AMIE কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য || What is AMIE
Reviewed by BD Study Room
on
June 20, 2020
Rating:
No comments: